Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২৩

২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক মহান বিজয় গাঁথা। এদিনটি একদিকে যেমন শোকের স্মৃতিবাহি তেমনি অন্যদিকে মহান বিজয়ের বার্তাবহ। মাতৃভাষার দাবিতে সুদীর্ঘ ৭১ বছর আগে এই দিনে ঢাকার রাজপথ ভাষা শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল। শুধু বাংলাদেশীদের কাছে নয় সারা পৃথিবীর মানুষের কাছেই একুশে ফেব্রুয়ারি একটি নজীরবিহীন দৃষ্টান্ত। সারা বিশ্বের মানুষ প্রতিবছর এই দিবসটি পালন করে যথাযথ মর্যাদায় এবং শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে।

আমাদের ওয়ার্ডব্রীজ স্কুল প্রতিবছরের মত এ বছরও ভাষা আন্দোলনের গুরুত্ব ও ভাষা শহীদদের আত্মত্যাগের মহিমা এবং সর্বোপরি আমাদের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে স্কুল প্রাঙ্গনে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করেছে। চারদিন ব্যাপী এ অনুষ্ঠানমালার প্রথম দিন ১৬ই ফেব্রুয়ারি ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ ১৯ ও ২০ ফেব্রুয়ারি “বইমেলা ২০২৩” এর আয়োজন করা হয়।

২০ শে ফেব্রুয়ারি বইমেলার পাশাপাশি “পাপেট ও ক্রাফট শো” - এর আয়োজন ছিল এই চারদিন ব্যাপী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।“পাপেট ও ক্রাফট শো” এর বিষয়বস্তু ছিল – বন্ধুত্ব, একতা ও সৌহার্দ্য।

স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রচনা প্রতিযোগিতা ও বইমেলায় অংশগ্রহণ করে। ২১শে ফেব্রুয়ারি অনুষ্ঠানের সমাপনী দিবসে স্কুল প্রাঙ্গনে ভাষা শহীদদের স্মরণে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা আন্দোলনের বিজয় গাঁথা নিয়ে রচিত গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা দিয়ে সাজানো হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে মেডেল এবং সনদ বিতরণ করা হয়। শুধু তাই নয় বিজয়ী শিক্ষার্থীরা নিজেদের লেখা রচনা পাঠ করে শোনায় উপস্থিত সবাইকে। আমাদের স্কুলের সম্মানিত ডিরেক্টর ড. মহিতুর রহমান স্যার এবং সম্মানিত অধ্যক্ষ রুহি ফেরদৌস জামান ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই খালি পায়ে স্কুল প্রাঙ্গনে নির্মিত প্রতীকী শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করে, তখন সবার কণ্ঠে ছিল – “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” – গানটি। এক অন্যরকম অনুভূতিতে ভরে উঠেছিল চারিদিক।

ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস নব প্রজন্মের কাছে তুলে ধরার আমাদের এই প্রয়াস আশা করি সফল হবে।