Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
নবান্ন উৎসব
নবান্ন উৎসব

আমরা বাঙালি, বারো মাসে তেরো পার্বন আমাদের। তার মাঝে "নবান্ন উৎসব" একটি আনন্দময় উৎসব। নবান্ন উৎসবের সাথে মিশে আছে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা আর সেই ধানের প্রথম পিঠা, পুলি খাওয়াকে কেন্দ্র করেই মূলত গড়ে ওঠে এই নবান্ন উৎসব। ধীরে ধীরে এটি বাঙালির হৃদয়ের উৎসবে পরিণত হয়েছে। প্রতিবছর আমাদের "ওয়ার্ডব্রীজ স্কুল" পরিবার অত্যন্ত আনন্দ এবং সমারোহের সাথে এই উৎসব কে পালন করে আসলেও করোনা মহামারীর কারণে গত বছর এই উৎসব আমরা উদযাপন করতে পারিনি। তবে সৃষ্টিকর্তার অপার মহিমায় এ বছর আবার আমাদের প্রিয় শিক্ষাঙ্গন নবান্নের রঙিন সাজে ঝলমল করে সেজে উঠেছিল। চারিদিকে হলুদ, লাল, কমলা রঙের পোশাকে শিক্ষক আর শিক্ষার্থীদের মনে হচ্ছিলো যেন রঙিন প্রজাপতি আর পাখির মেলা। কচি কচি শিক্ষার্থীদের কলকাকলিতে অনেকদিন পর মুখরিত হয়ে উঠেছে স্কুল প্রাঙ্গন। প্রাণের ছোঁয়া যেন ভালবাসার ছোঁয়ায় পরিবর্তিত হয়ে নবান্নের উৎসব কে এক অন্যন্য রূপ দান করেছে। অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে সীমিত আকারে, সাস্থ্য বিধি অনুসরন করে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান উদযাপন করা হয়।