Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
বিশ্বকবির জন্মজয়ন্তী
বিশ্বকবির জন্মজয়ন্তী

গত ২৫শে বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী। আজ থেকে ১৬২ বছর আগে ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম। তিনি একজন অসীম প্রতিভাধর ব্যক্তিত্ব। এশীয়দের মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্বসভায় বাংলা ভাষা ও সাহিত্যকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তাই বিশ্বকবির জন্মজয়ন্তীতে অমর এই লেখককে স্মরণ করে ওয়ার্ডব্রিজ স্কুলে একটি ছোট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটিতে স্কুলের ছাত্র-ছাত্রী ও সম্মানিত শিক্ষক বৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে বিশ্বকবি রচিত গান, কবিতা আবৃত্তি ও কবির সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদর্শন সম্পর্কে দেওয়া স্কুলের সম্মানিত অধ্যক্ষ মিসেস রুহি ফেরদৌস জামান এর বক্তব্যটি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করেছে।