Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
মহান বিজয় দিবস, ২০২১
মহান বিজয় দিবস, ২০২১

বাংলাদেশের মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে সকল বাঙালি জাতির প্রতি বিজয়ী শুভেচ্ছা। প্রতিটি জাতির জীবনেই বিজয় দিবস এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রতি বছর বাঙালির জাতীয় জীবনে অপরিসীম আনন্দের বার্তা নিয়ে আসে বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতিসত্তার আত্মমর্যাদা, বীরত্ব এবং সার্বভৌমত্বের প্রতীক।

১৯৭১ সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর বাঙালি জাতি অর্জন করেছে পূর্ণাঙ্গ বিজয়।

প্রতি বছর এই দিনটি উদযাপনের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালির আত্মত্যাগের মহিমা সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর এই উৎসবে আনন্দে উল্লাসে ওয়ার্ডব্রীজ প্রাংগণে মেতে উঠেছিলো সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। জাতীয় জীবনে সর্বাপেক্ষা স্মরণীয়, আনন্দময় এবং গৌরবের এই দিনটি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিলো চিত্রাংকণ, গণিত ও বিজ্ঞান প্রতিযোগিতা। ওয়ার্ডব্রীজ স্কুল তাদের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের এইসব বিষয়ে অংশগ্রহণ, পারদর্শীতা ও শ্রেষ্ঠত্বের পুরস্কার বিতরণ করে দিনটির মহিমা আরো বাড়িয়ে তুলেছে।

বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব হবে বিজয় দিবসের একটি দিনেই নয়,বরং সারা বছরই বাঙালির স্বাধীনতা- সার্বভৌমত্বের ঐশ্বর্যমণ্ডিত ইতিহাসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।